Sunday, May 18, 2025
“তবুও তুমি…”
পর্ব ১: এক বিকেলে দেখা
সমুদ্র।
নামটা শুনলেই চোখে ভেসে ওঠে এক বিশাল নীল শূন্যতা, যেন চুপচাপ আবেগের ঢেউয়ে ভরা কেউ।
ঢাকায় পড়াশোনা শেষে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি শুরু করেছে।
বয়স হচ্ছে, তাই পরিবার পাত্রী দেখতে নিয়ে যায় একদিন।
মেয়েটির নাম—মোহনা।
ছোট্ট একটা শহরের মেয়ে, সাদামাটা সাজে তার মধ্যে যেন এক অদ্ভুত কোমলতা।
সেদিনের বিকেলে মোহনাদের রুমের সোফায় বসে
সমুদ্র আর মোহনা চোখাচোখি করেছিল মাত্র কয়েক সেকেন্ড।
কিন্তু সেই অল্প সময়েই দুজনের ভেতর কিছু একটা ঘটে গিয়েছিল।
মোহনা যখন পানি দিতে এলো, সমুদ্র বলেছিল,
"আপনি কি গান শোনেন?"
মোহনা একটু হেসে বলেছিল,
"শুনি। তবে বেশি করে শুধু রবীন্দ্রসংগীত।"
এইটুকুই কথা।
তবে এর মধ্যেই তৈরি হয়ে গেল এক অস্পষ্ট ভালোবাসার রেখা।
ভালোবাসা, অথচ না বলা পরিবারের অদৃশ্য সিদ্ধান্ত মোহনা আর সমুদ্রের বিয়েটা ভেঙে দিল।
কে রাজি হয়নি, কেন হয়নি, কেউ জানলো না।
সমুদ্র শুধু দেখলো, একদিন তার হাতে একটা কাগজ এল। "এ বিয়েটা হচ্ছেনা"
সমুদ্র চুপ করে রইলো।
একটু সময় পর পরিবারের চাপে বিয়ে করল অন্যত্র।
মোহনাও বিয়ে করল—নির্বাক, নিঃশব্দ অভিমান নিয়ে।
তারা কেউ কাউকে কিছু বলেনি।
ভালোবাসা হয়েছিল, কিন্তু স্বীকার হয়নি।
শুধু চোখে চোখ রেখে একসময় হারিয়ে গিয়েছিল।
পরবর্তী পর্ব আগামী কাল...
>>>>>>>>>>>>>>>>>>>>
#ভালোবাসা #তবুও_তুমি #BengaliLoveStory #Heartfelt #UnspokenLove #StoryOfTheSou
Subscribe to:
Post Comments (Atom)
"অপূর্ব প্রেম"
প্রথম দেখা (পর্ব - ১) ঢাকার বাইরে এক ছোট শহরতলিতে অবস্থিত একটি মাধ্যমিক বিদ্যালয়। সকাল ৮টা। স্কুলের মাঠে ছাত্রছাত্রীরা জড়ো হয়েছে। অ...

-
পর্ব ৩ঃ না বলা কিছু কথা সন্ধ্যা নামছে। সমুদ্র অফিস থেকে বাসায় ফিরেই মোবাইলটা হাতে তুলে নিল। ফেসবুকে ঢুকেই নোটিফিকেশন এল— “মোহনা sent a voic...
-
পর্ব ১: এক বিকেলে দেখা সমুদ্র। নামটা শুনলেই চোখে ভেসে ওঠে এক বিশাল নীল শূন্যতা, যেন চুপচাপ আবেগের ঢেউয়ে ভরা কেউ। ঢাকায় পড়াশোনা শেষে একটা ...
-
পর্ব ২:সতেরো বছর পরে এক বিকেলে অফিস শেষে মোবাইলে স্ক্রল করতে করতে সমুদ্র হঠাৎ দেখে মোহনা নামে একটা প্রোফাইল। চোখ কুঁচকে ছবিটা দেখে। এখনও স...
No comments:
Post a Comment