Monday, May 19, 2025

"তবুও তুমি"

পর্ব ২:সতেরো বছর পরে এক বিকেলে অফিস শেষে মোবাইলে স্ক্রল করতে করতে সমুদ্র হঠাৎ দেখে মোহনা নামে একটা প্রোফাইল। চোখ কুঁচকে ছবিটা দেখে। এখনও সেই চাহনি। একটু পরিণত, কিন্তু ঠিক সেই মোহনা। দীর্ঘ সময় দ্বিধা করে শেষ পর্যন্ত ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠায়। প্রথম দিন… দ্বিতীয় দিন… তৃতীয় দিন—একসেপ্ট! কিছুক্ষণ পরেই মেসেঞ্জারে সে প্রথম মেসেজ করে— “এই নামটা তো অনেকদিন আগে শুনেছিলাম…” মোহনার রিপ্লাই— “এই চোখদুটোও খুব পরিচিত লাগছে…” এভাবেই আবার কথা শুরু হয়। প্রতিদিন নিয়মমাফিক খোজ খবর নিতে শুরু করলো সমুদ্র, "আপন"ি সম্বোধন থেকে অল্প কিছুদিনের মধ্যেই তুমি'তে চলে আসে তারা। প্রথমে পুরনো দিনের কথা, তারপর পছন্দ, অভিমান, বেদনা, আর অনেক না বলা অনুভূতি। দিন যায়, রাত আসে। তারা এখন প্রতিদিন কথা বলে। নিয়মিত নয়, কিন্তু অপরিহার্যভাবে। সমুদ্র অফিস থেকে ফিরে মোহনাকে একটা কবিতা লিখে পাঠায়। মোহনা রান্নার ফাঁকে সমুদ্রের পছন্দের গানটা প্লে করে দেয়। তারা জানে—তাদের জীবন আলাদা, তাদের পরিবার আছে, সন্তান আছে। তবুও একে অপরকে ছাড়া এখন কষ্ট হয়। তারা প্রেম করে না, তারা কোনো নিয়ম ভাঙে না, তারা শুধু ভালোবাসে— একটা নিরব, গভীর বন্ধনে। সমুদ্র একদিন লেখে— “তুমি কি জানো, এখনো যদি কাউকে জীবনজুড়ে ভালোবাসি, সে তুমি।” মোহনা লেখে— “আমি এখনো তোমার নাম শুনলে কেঁপে উঠি। ভালোবাসা বুকে লুকিয়ে রেখে বাঁচছি… কিন্তু তুমিই আমার সমুদ্র ছিলে, আছো, থাকবে।” --- চলবে… ৩য় পর্ব পড়তে নিচের লিংক-এ ক্লিক করুন কমেন্টে জানিয়ে দিন >>>>>>>>>>>>>>>>>[https://rb.gy/wa5pdi]

No comments:

Post a Comment

"অপূর্ব প্রেম"

  প্রথম দেখা (পর্ব - ১) ঢাকার বাইরে এক ছোট শহরতলিতে অবস্থিত একটি মাধ্যমিক বিদ্যালয়। সকাল ৮টা। স্কুলের মাঠে ছাত্রছাত্রীরা জড়ো হয়েছে। অ...