Tuesday, May 20, 2025
"তবুও তুমি"
পর্ব ৩ঃ না বলা কিছু কথা
সন্ধ্যা নামছে।
সমুদ্র অফিস থেকে বাসায় ফিরেই মোবাইলটা হাতে তুলে নিল।
ফেসবুকে ঢুকেই নোটিফিকেশন এল—
“মোহনা sent a voice message.”
তার বুকটা ধক করে উঠলো।
তবু কানেক্টেড হেডফোনে প্লে করল।
মোহনার কণ্ঠে ঝরঝরে কাঁপা কাঁপা এক নিঃশ্বাস:
“সমুদ্র, আজ তোমাকে অনেক বলতে ইচ্ছা করছে…
যেদিন তোমাকে প্রথম দেখি, আমি বুঝেছিলাম—তুমি অন্য রকম।
তোমার চোখে একধরনের শান্তি ছিল…
যা আমার জীবনের সব অস্থিরতার ঔষধ হতে পারতো।”
“কিন্তু আমরা তখন ছোট ছিলাম। সাহস ছিল না…
তুমি কিছু বলোনি, আমিও চুপ করে থাকলাম।
ভেবেছিলাম—পরিবারই বুঝে নেবে।
কিন্তু বুঝলো না।”
“আজও মাঝেমাঝে আয়নার দিকে তাকালে তোমার মুখটা দেখি।
এই অনুভূতি, এই ভালোবাসা—কেউ বোঝেনা।”
মেসেজ শেষ।
সমুদ্র নিঃশব্দে কাঁদে।
সেই রাতে সমুদ্র লিখে:
“মোহনা, আমি এখনো তোমার জন্য গান শুনি।
তোমার মেসেজের প্রতিটা শব্দ আমি মুখস্থ করে ফেলেছি।
তোমাকে একদিন ভালোবাসতাম,
আর এখন ভালোবাসা ছাড়া কিছুই জানি না।”
তারা দুজনেই জানে, তারা কারো স্বামী বা স্ত্রী হয়ে আছে,
তবু তারা একে অপরের কাছে আত্মার এক নিঃশব্দ আশ্রয়।
একদিন মোহনা লেখে—
“তুমি কি চাইতে, সময় যদি ফিরে যেত?”
সমুদ্র অনেকক্ষণ চুপ থেকে উত্তর দেয়—
“আমি চাই না সময় ফিরে যাক।
তুমি এখন যেভাবে আছো, এই ভালোবাসার যে রূপ, সেটাই নিখুঁত।
সময় ফিরলে হয়তো আমরা একসাথে থাকতাম…
কিন্তু এই গভীরতা পেতাম না।”
মোহনা কোনো উত্তর দেয় না।
কিন্তু পরদিন সকালে একটা ছোট্ট মেসেজ আসে—
“তুমি আমার জীবনের সবচেয়ে সত্যি অনুভব।”
---
চলবে…
পরবর্তী পর্ব পড়ার জন্য নিচের লিনহক-এ ক্লিল করুন
>>>>>>>>>>>>>[https://rb.gy/wa5pdi]
Subscribe to:
Post Comments (Atom)
"অপূর্ব প্রেম"
প্রথম দেখা (পর্ব - ১) ঢাকার বাইরে এক ছোট শহরতলিতে অবস্থিত একটি মাধ্যমিক বিদ্যালয়। সকাল ৮টা। স্কুলের মাঠে ছাত্রছাত্রীরা জড়ো হয়েছে। অ...

-
পর্ব ৩ঃ না বলা কিছু কথা সন্ধ্যা নামছে। সমুদ্র অফিস থেকে বাসায় ফিরেই মোবাইলটা হাতে তুলে নিল। ফেসবুকে ঢুকেই নোটিফিকেশন এল— “মোহনা sent a voic...
-
পর্ব ১: এক বিকেলে দেখা সমুদ্র। নামটা শুনলেই চোখে ভেসে ওঠে এক বিশাল নীল শূন্যতা, যেন চুপচাপ আবেগের ঢেউয়ে ভরা কেউ। ঢাকায় পড়াশোনা শেষে একটা ...
-
পর্ব ২:সতেরো বছর পরে এক বিকেলে অফিস শেষে মোবাইলে স্ক্রল করতে করতে সমুদ্র হঠাৎ দেখে মোহনা নামে একটা প্রোফাইল। চোখ কুঁচকে ছবিটা দেখে। এখনও স...
No comments:
Post a Comment